দুই দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পর স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়েছেন। এরই মধ্যে আসাদের নেতৃত্বাধীন বাথ পার্টি সিরিয়ায় তাদের রাজনৈতিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দলীয় কাজ ও কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত দলীয় সভা থেকে শুরু করে অভ্যন্তরীণ কার্যক্রম পর্যন্ত প্রভাব ফেলবে।
উল্লেখ্য, ১৯৬৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাথ পার্টি সিরিয়ার ক্ষমতায় আসে। পরে বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ ১৯৭১ সালে প্রেসিডেন্ট হন। তার মৃত্যুর পর ২০০০ সালে ক্ষমতায় বসেন বাশার। তবে বিদ্রোহ এবং অর্থনৈতিক সংকটের মুখে সম্প্রতি তার শাসনের অবসান ঘটে।
বাথ পার্টি তাদের অস্ত্র নতুন সরকারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে। সিরিয়ার শাসন ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের এই ঘটনা নতুন করে আন্তর্জাতিক নজর কেড়েছে।