নওগাঁ জেলার মান্দা উপজেলায় ৫৫০ টাকা কেজি দামে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এ সুযোগ পাচ্ছেন স্থানীয়রা। গতকাল ১২ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রমের প্রথম দিনেই ১৩৫ কেজি মাংস মাত্র ৩০ মিনিটে বিক্রি হয়।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া জানান, বাজারে গরুর মাংসের দাম ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি হওয়ায় নিম্ন আয়ের মানুষদের জন্য তা ক্রয় করা কঠিন। এই উদ্যোগের মাধ্যমে জনপ্রতি ২৫০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত মাংস কম দামে কেনার সুযোগ থাকায় তারা উপকৃত হচ্ছেন।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ তাদের পরিবারের জন্য বড় স্বস্তি। বিশেষ করে স্বল্প আয়ের মানুষেরা এ উদ্যোগে খুবই সন্তুষ্ট।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, জবাইকৃত গরুগুলো স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিরাপদ মাংস নিশ্চিত করা হচ্ছে। প্রশাসন আশাবাদী, এ কার্যক্রম দীর্ঘমেয়াদি হলে তা সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হয়ে উঠবে।