আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইমাদ ওয়াসিম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইমাদ ওয়াসিম। ছবি: ক্রিকবাজ

আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

এর আগেও গত বছর ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে পাকিস্তান সুপার লিগে অসাধারণ ফর্মে থাকা ইমাদ প্লে-অফে তিনটি ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং শেষ পর্যন্ত ইসলামাবাদ ইউনাইটেডের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। এর ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করে তিনি আবারও টি-টোয়েন্টি দলে ফিরে আসেন।

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইমাদ পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নেন। তবে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার কারণে—যেখানে তারা সুপার এইট রাউন্ডে ওঠার আগেই যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায়—ইমাদকে আর এরপর পাকিস্তানের জার্সিতে দেখা যায়নি।

নিজের অবসরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে ইমাদ লিখেছেন, “অনেক ভাবনা-চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়, এবং সবসময় সবুজ জার্সি গায়ে দিয়ে খেলার মুহূর্তগুলো ভোলার নয়।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাব। আমি আশা করি, নতুন নতুন ভাবে আপনাদের বিনোদন দিতে পারব।”

সূত্র: ক্রিকবাজ

আমাদের ফলো করুন