ইসিবির সকল প্রতিযোগিতায় সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ

ইসিবির সকল প্রতিযোগিতায় সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ। ছবি: ইএসপিএন

বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত সব প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। লাফবরো বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি হওয়া পরীক্ষায় তাঁর বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গত সেপ্টেম্বর সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের আম্পায়াররা। পরে পরীক্ষা করা হলে দেখা যায়, তাঁর কনুই বাঁকানোর ডিগ্রি আইসিসির নির্ধারিত ১৫ ডিগ্রির সীমা অতিক্রম করেছে। এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে এবং প্রমাণ করতে হবে যে তাঁর বোলিং অ্যাকশন আইনসিদ্ধ।

সাকিব সর্বশেষ সারের হয়ে টনটনের ম্যাচে খেলেন যেখানে তিনি শিকার করেন ৯টি উইকেট। এর মাধ্যমেই তিনি দীর্ঘ ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফেরেন।

তবে সম্প্রতি ক্রিকেটের বাইরে অন্যান্য বিতর্কেও জড়িয়ে পড়েছেন সাকিব। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সময় আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য হিসেবে তাঁর ভূমিকা এবং সেই সঙ্গে দেশের রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত ব্যাপক সমালোচনা কুড়িয়েছে।

সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে বসবাস করছেন এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে রয়েছেন। তার ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও বোলিং অ্যাকশন সংশোধন করে মাঠে ফেরার আশা করছেন তার ভক্তরা।

সূত্র: ইএসপিএন

আমাদের ফলো করুন