১০ জনের লিভারপুলের নায়ক জোটা, ফুলহামের বিপক্ষে ড্র করে পয়েন্ট উদ্ধার

গোল করার পর ডিয়োগো জোটার উল্লাস। ছবি: প্রিমিয়ার লিগ

দীর্ঘদিন পর মাঠে ফেরা ডিয়োগো জোটার দারুণ পারফরম্যান্সে ফুলহামের বিপক্ষে নাটকীয় ২-২ গোলে ড্র করে পয়েন্ট আদায় করে নিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে অ্যান্ড্রু রবার্টসনের লাল কার্ডের পর ১০ জনের দলে পরিণত হওয়া লিভারপুল দুইবার পিছিয়ে পড়ার ধাক্কা সামলেও মূল্যবান একটি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়।

গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি লিভারপুলের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে অনুষ্ঠিত হয়। ম্যাচের ১১তম মিনিটেই ফুলহামের আন্দ্রেয়াস পেরেইরা অ্যান্টোনি রবিনসনের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন। তবে অল্প কিছুক্ষণ পরই লিভারপুলের ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রতিপক্ষের গোলের সুযোগ নষ্ট করতে গিয়ে ফাউল করায় এই শাস্তি পান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলের হয়ে সমতা ফেরান কোডি গাকপো। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি। ৭৬তম মিনিটে রদ্রিগো মুনিজের গোলে আবারও লিড নেয় ফুলহাম। কিন্তু ইনজুরি কাটিয়ে ফেরা ডিয়োগো জোটা ম্যাচের ৮৬তম মিনিটে গোল করে লিভারপুলকে হার এড়াতে সাহায্য করেন।

এই ড্রয়ের ফলে লিভারপুল এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তবে তারা দ্বিতীয় স্থানে থাকা চেলসির থেকে মাত্র পাঁচ পয়েন্ট এগিয়ে আছে। আগামীকাল চেলসি ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় পেলে ব্যবধানটা আরও কমে আসবে। অন্যদিকে, এই ড্রয়ের মাধ্যমে ফুলহাম এক ধাপ উঠে নবম স্থানে চলে এসেছে।

এখন লিভারপুলের জন্য বড় চ্যালেঞ্জ হবে পরবর্তী ম্যাচগুলোতে রবার্টসনের অনুপস্থিতি কাটিয়ে ওঠা এবং শীর্ষস্থান ধরে রাখা।

আমাদের ফলো করুন