সালমান এফ রহমানের খেলাপি ঋণের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

সালমান এফ রহমানের খেলাপি ঋণের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ফ্যাসিস্ট হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন রাজনৈতিক প্রভাবের আড়ালে থাকা বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং ফ্যাসিস্ট হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিপুল অঙ্কের খেলাপি ঋণের তথ্য প্রকাশিত হয়েছে।

তথ্যে বলা হয়, জনতা ব্যাংকের একটি শাখা থেকে বেক্সিমকো গ্রুপ ও এর সংশ্লিষ্ট ৩২টি প্রতিষ্ঠানের নামে প্রায় ২৬,৯৫৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়। যা ওই শাখার মোট ঋণের ৬৫ শতাংশ। এর মধ্যে ১৮ হাজার কোটি টাকার বেশি এখন খেলাপি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি, যা পরে গ্রুপভুক্ত প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত করা হয়।

বিপুল অঙ্কের খেলাপি ঋণের তালিকা

  • বেক্সিমকো লিমিটেড: ২,২১৬ কোটি।
  • অ্যাডভেঞ্চার গার্মেন্টস: ৬০৯ কোটি।
  • ক্রিসেন্ট ফ্যাশন: ১,৬৯০ কোটি।
  • ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস: ১,২৫০ কোটি।
  • ইয়োলো অ্যাপারেলস: ১,০৫০ কোটি।

এরকম আরও অনেক প্রতিষ্ঠান বেনামি ঋণ নিয়ে গ্রুপভুক্ত হয়।

ঋণ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংকের সাবেক এমডি আবদুস সালাম আজাদ এবং বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, এত বড় ঋণ কেলেঙ্কারি কোনভাবেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের অগোচরে হয়নি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, বেনামি ঋণ শনাক্ত ও পুনরুদ্ধারের পদক্ষেপ নিতে হবে। ব্যাংক খাতের টিকে থাকার জন্য এসব অর্থ ফেরত আনা জরুরি। বর্তমানে সালমান এফ রহমান হত্যা মামলায় জেলে আছেন। অর্থনৈতিক অপরাধের জন্যও তার বিরুদ্ধে মামলার সম্ভাবনা রয়েছে।

আমাদের ফলো করুন