আফগানিস্তানের নাটকীয় জয়, জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ নিশ্চিত

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন আজমতুল্লাহ ওমরজাই। ছবি: এসিবি

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তান জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। ১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে আফগানিস্তান ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। তবে আজমতুল্লাহ ওমরজাই ও গুলবাদিন নাইবের দৃঢ়তায় এবং শেষ দিকে মোহাম্মদ নবির অভিজ্ঞতায় জয় নিশ্চিত করে দলটি।

জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়। ব্যাট হাতে একমাত্র উজ্জ্বল ছিলেন ব্রায়ান বেনেট। ২৪ বলে ৩১ রান করেন তিনি। ইনিংসের মাঝপথে রশিদ খান দুর্দান্ত বোলিং করে জিম্বাবুয়ের লোয়ার-মিডল অর্ডারে ধস নামান। নিজের এক ওভারে টানা তিনটি উইকেটসহ ৪ ওভারে ৪ উইকেট নিয়ে ম্যাচ আফগানদের নিয়ন্ত্রণে রাখেন রশিদ। মুজিব, আজমতুল্লাহ এবং নবীন-উল-হকও দুইটি করে উইকেট শিকার করেন। যার ফলে জিম্বাবুয়ের স্কোর বেশি বড় হয়নি।

লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই মুজারাবানি ও এনগারাভার বোলিংয়ে চাপে পড়ে। প্রথম তিন ওভারের মধ্যেই টপঅর্ডারের দুই ব্যাটার সাজঘরে ফেরত যান। এরপরেও গুরবাজ কিছুটা চেষ্টা করেন। কিন্তু মিডল অর্ডার ব্যর্থ হলে দল ৪৫ রানে ৪ উইকেট হারায়।

এরপর জিম্বাবুয়ের ফারাজ আকরামের একটি বাজে ওভার আফগানিস্তানকে আবারও ম্যাচে ফিরিয়ে আনে। আফগান ব্যাটাররা এরপর আর তেমন কোনো চাপ অনুভব করেনি।

পঞ্চম উইকেটে আজমতুল্লাহ ওমরজাই এবং গুলবাদিন নাইব ৪৮ রানের মূল্যবান জুটি গড়ে তোলেন। নাইব ২২ রান করে আউট হলেও ওমরজাই ৩৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান।

শেষদিকে মোহাম্মদ নবি দায়িত্বশীল ব্যাটিং করে জয় নিশ্চিত করেন। নবির ২৪ রানের অপরাজিত ইনিংস আফগানিস্তানকে ৩ বল হাতে রেখেই জয় এনে দেয়।

এই জয়ের ফলে আফগানিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে তাদের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো। এর আগে ছয়বারের দেখায় প্রতিবারই সিরিজ জিতেছে আফগানরা।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান – ১২৮/৭ (ওমরজাই ৩৪, নবি ২৪*)
জিম্বাবুয়ে – ১২৭ (বেনেট ৩১, রশিদ ৪-২৭)
ফলাফল: আফগানিস্তান ৩ উইকেটে জয়ী।

আমাদের ফলো করুন