ভারত সেনাপ্রধানের কার্যালয় থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি অপসারণ

ভারতের সেনাপ্রধানের কার্যালয় থেকে সরানো হলো পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি
ভারতের সেনাপ্রধানের কার্যালয় থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি সরানোর পর টানানো হয় নতুন ছবি। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকায় যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিটি ভারতের সেনাপ্রধানের কার্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটি ভারতীয়দের কাছে এক বড় সামরিক বিজয়ের প্রতীক হিসেবে সেখানে শোভা পাচ্ছিল!

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবিটির পরিবর্তে সেনাপ্রধানের লাউঞ্জে নতুন একটি চিত্রকর্ম স্থাপন করা হয়েছে। তবে পুরোনো ছবিটি কোথায় রাখা হয়েছে, তা স্পষ্ট নয়। এ বিষয়ে সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে কোন ব্যাখ্যা দেওয়া হয়নি।

এই সিদ্ধান্তে সাবেক সেনা কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাগ বলেছেন, এটি ভারতের প্রথম বড় সামরিক বিজয়ের প্রতীক, যা সরিয়ে দেওয়া দুঃখজনক! এয়ার ভাইস মার্শাল মনমোহন সিং প্রশ্ন তুলে বলেন, কেন এত বড় ঐতিহাসিক ঘটনাকে গুরুত্বহীন করা হলো।

১৯৭১ সালের ঐতিহাসিক ছবিতে দেখা যায়, পাকিস্তানি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করছেন। পাশে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভারতীয় বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

ছবিটি সরানোর সিদ্ধান্ত নিয়ে এখনো বিতর্ক চলছে। কারণ, এটি ভারতের সামরিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

আমাদের ফলো করুন