হাসান মাহমুদের শেষ ওভারের নায়কোচিত পারফরম্যান্সে বাংলাদেশের জয়

চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শেখ মাহেদি। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

সেন্ট ভিনসেন্টে আর্নোস ভেল গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে আজ রোভম্যান পাওয়েলের বিধ্বংসী ইনিংসকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশ ৭ রানে জয় তুলে নিয়েছে। মাহমুদ হাসানের নায়কোচিত শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করার পাশাপাশি পাওয়েলকে আউট করে বাংলাদেশকে দীর্ঘ ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় এনে দেন।

১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে অধিনায়ক রোভম্যান পাওয়েল ৩৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ৪টি ছক্কা ও ৫টি চারের মার ছিল। ১২তম ওভারে ৬১ রানে ৭ উইকেট পড়ে গেলেও পাওয়েল ও রোমারিও শেফার্ড জুটি ম্যাচ জমিয়ে তোলেন।

পাওয়েল ১৪তম ওভারে রিশাদ হোসেনকে মারেন ১৫ রান। এরপর তাসকিন আহমেদের এক ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ প্রায় ওয়েস্ট ইন্ডিজের দিকে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত হাসান মাহমুদের প্রথম বলে পাওয়েল ক্যাচ দিয়ে আউট হন। শেষ দুই বলে আট রান দরকার হলে আলজারি জোসেফকে বোল্ড করে মাহমুদ নিশ্চিত করেন বাংলাদেশের জয়।

এর আগে শেখ মাহেদি হাসানের বোলিংয়ে ছন্নছাড়া হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মাহেদি। তার স্পেলের প্রথম শিকার হন নিকোলাস পুরান। এরপর জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার এবং রোস্টন চেজকে আউট করে মাহেদি নিশ্চিত করেন বাংলাদেশের প্রাথমিক আধিপত্য।

শুরুতে বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে নেমে সংগ্রহ করে ১৪৭ রান। সৌম্য সরকার ২৫ বলে ৪৩ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। জাকের আলী ও শামীম হোসেনের ছক্কা উৎসবে শেষদিকে রান বাড়ায় বাংলাদেশ। পুরো ইনিংসে বাংলাদেশ মোট ৯টি ছক্কা হাঁকায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটাই।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, “এমন কঠিন পরিস্থিতিতে দলের তরুণরা যে ধৈর্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে হাসান মাহমুদের শেষ ওভারের পারফরম্যান্স আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।”

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এবং ভক্তদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত উপহার দিল।

সূত্র: ইএসপিএন
আমাদের ফলো করুন