প্রযুক্তি জায়ান্ট অ্যাপল সম্প্রতি macOS Sequoia 15.2 আপডেট উন্মুক্ত করেছে, যা তাদের ল্যাপটপগুলোতে বেশ কিছু নতুন ও আধুনিক ফিচার যুক্ত করেছে। নতুন আপডেটে বিশেষ গুরুত্ব পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার, যা ল্যাপটপের বিভিন্ন টুল এবং অ্যাপ্লিকেশনকে আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করেছে।
Siri-তে নতুন বৈশিষ্ট্য
নতুন আপডেটের ফলে অ্যাপলের Siri স্মার্ট অ্যাসিস্ট্যান্ট এখন আরও উন্নত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনে Siri এখন শুধুমাত্র কণ্ঠস্বরের কমান্ডই নয়, লিখিত কমান্ডও গ্রহণ করতে সক্ষম। ব্যবহারকারীরা লিখিত প্রশ্নের মাধ্যমে তথ্য জানতে পারবেন, যা Siri-কে আরও বোধগম্য এবং ব্যবহার উপযোগী করে তুলেছে।
চ্যাটজিপিটি সমন্বয়
অ্যাপলের নতুন আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো চ্যাটজিপিটির একীভূতকরণ। এটি ল্যাপটপের লেখার টুলগুলোর সঙ্গে সমন্বিত হয়েছে, যার ফলে টেক্সট এডিটিং আরও সহজ এবং কার্যকর হবে। বিশেষ করে যারা পেশাগতভাবে লেখালেখির কাজ করেন, তাদের জন্য এটি বড় সুবিধা নিয়ে আসবে।
ফটো তৈরি ও এডিটের আধুনিক টুল
ইমেজ প্লেগ্রাউন্ড অ্যাপ্লিকেশনেও নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে। এখন ব্যবহারকারীরা লিখিত কী-ওয়ার্ডের মাধ্যমে সহজেই ছবি তৈরি করতে পারবেন। এছাড়া ফটোস অ্যাপ্লিকেশনে বেশ কয়েকটি নতুন সুবিধা যোগ করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে রয়েছে— ‘Recently Viewed’ (সম্প্রতি দেখা), ‘Recently Shared’ (সম্প্রতি শেয়ার করা), উন্নত ফটো এডিটিং টুল এবং সহজে ফটো শেয়ার করার সুবিধা।
সাফারি ব্রাউজারের নতুন চেহারা
সাফারি ব্রাউজারে নতুন আপডেটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্রাউজারে যুক্ত হয়েছে নতুন ব্যাকগ্রাউন্ড থিম এবং উন্নত অনুসন্ধান প্রযুক্তি, যা ইন্টারনেট ব্রাউজিংকে আরও গতিশীল ও ব্যবহারকারী বান্ধব করে তুলবে।
macOS Sequoia 15.2 আপডেটের মাধ্যমে অ্যাপল তাদের ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য আরও আধুনিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টুল ও ফিচার সরবরাহ করেছে। বিশেষ করে Siri-তে লিখিত কমান্ড, চ্যাটজিপিটি সমন্বয় এবং উন্নত ফটো এডিটিং ও ব্রাউজিং সুবিধা প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।
সূত্র: অ্যাপল ইনসাইডার







