ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন। ব্রিসবেনে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের শেষে অশ্বিন এই সিদ্ধান্তটি জানান। তিনি বলেন, “আজ থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমি আর ভারতের হয়ে ক্রিকেট খেলব না। তবে ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক শেষ হচ্ছে না। আমি ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাব।”
অশ্বিন তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৬ টেস্ট ম্যাচে ৫৩৭ উইকেট শিকার করেছেন, যা তাকে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বানিয়েছে। তার চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল অনিল কুম্বলের (৬১৯)। এছাড়া, ব্যাট হাতে তিনি করেছেন ৩৫০৩ রান, যেখানে রয়েছে ছয়টি শতক ও ১৪টি অর্ধশতক।
অশ্বিন তার বিদায়ের ঘোষণায় সতীর্থ ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই যাত্রায় আমি অনেক স্মৃতি তৈরি করেছি। বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা, যারা আমার বহু উইকেটের সাক্ষী ছিল। আমার ধন্যবাদ জানাই বিসিসিআইকে এবং অস্ট্রেলিয়ান দলকেও, যারা সবসময় আমাদের চ্যালেঞ্জ করেছে।”
তিনি আরও জানান, তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান এবং হয়তো ভবিষ্যতে কোচিং বা অন্য কোনো ভূমিকায় অবদান রাখতে পারেন।
অশ্বিনের অবসর নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “অশ্বিনের মতো একজন ম্যাচ উইনারের সিদ্ধান্ত আমাদের সম্মান করতে হবে। তার মতো অভিজ্ঞ ক্রিকেটার নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার যোগ্য। আমরা তাকে পূর্ণ সমর্থন দিচ্ছি।”
অশ্বিনের সাফল্যের পরিসংখ্যান
- টেস্ট: ১০৬ ম্যাচ, ৫৩৭ উইকেট (গড়: ২৪), ৩৫০৩ রান
- ওয়ানডে: ১১৬ ম্যাচ, ১৫৬ উইকেট (গড়: ৩৩.২০)
- টি২০: ৬৫ ম্যাচ, ৭২ উইকেট (ইকোনমি: ৬.৯০)
তিনি ১১টি সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন, যা তাকে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে এক কাতারে স্থান দিয়েছে।
অশ্বিনের এই বিদায়ে ভারতীয় ক্রিকেট একটি যুগের অবসান দেখল। তবে তার অবদান ও স্মৃতিগুলো অনন্তকাল ধরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অম্লান থাকবে।







