বৃষ্টির বাধায় অমীমাংসিত রয়ে গেল গাব্বা টেস্ট

আলো স্বল্পতায় শেষপর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন খেলোয়াড়রা। ছবি: এএফপি/গেটি ইমেজস

গাব্বায় বৃষ্টির কারণে তৃতীয় বর্ডার-গাভাস্কার টেস্ট অমীমাংসিত থেকে গেল। পঞ্চম দিনের খেলায় ২২ ওভার সম্ভব হলেও কোনো দল জয়ের দেখা পায়নি। এর ফলে চার ম্যাচের সিরিজ ১-১ সমতায় রয়েছে।

পঞ্চম দিনের শুরুতেই ভারতের শেষ উইকেট তুলে নিয়ে ১৮৫ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। এরপর দ্রুত রান তুলতে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে নেমে মাত্র ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৫৪ ওভারে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান। তবে ভারত ইনিংসের মাত্র ২.১ ওভার ব্যাটিং করতেই আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়। কিছুক্ষণ পর ফের বৃষ্টি শুরু হলে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসটি ছিল নাটকীয়। ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাব দেখানোর কারণে দ্রুত উইকেট হারায় তারা। ভারতের জসপ্রিত বুমরাহ, আকাশ দীপ এবং মোহাম্মদ সিরাজের দারুণ বোলিংয়ে ১১ ওভারের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে বাউন্স এবং সিম মুভমেন্টকে কাজে লাগিয়ে ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি এবং প্যাট কামিন্স ৪৯ বলে ৫৯ রান যোগ করেন।

অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণার সিদ্ধান্ত বেশ স্মরণীয়। গাব্বার ১৯৫০ সালের টেস্টে বৃষ্টির পর স্টিকি পিচের সুবিধা নিতে দুই দলই ইনিংস ঘোষণা করেছিল। এবার আধুনিক কভার ব্যবস্থার কারণে সেরকম পরিস্থিতি না হলেও, অস্ট্রেলিয়ার সাহসী সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের স্মরণ করিয়ে দিয়েছে সেই ঐতিহাসিক ম্যাচের কথা।

তবে এই ম্যাচে সবচেয়ে কাছাকাছি একটি অর্জন থেকে বঞ্চিত হন জসপ্রিত বুমরাহ। ম্যাচে ৯ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ১০ উইকেটের মাইলফলক ছোঁয়া হয়নি তার।

এ ড্রয়ের ফলে সিরিজ আরও জমে উঠেছে। বক্সিং ডে টেস্টের আগে উভয় দলই ১-১ সমতায় রয়েছে, যা দর্শকদের জন্য আরও রোমাঞ্চকর প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: ক্রিকইনফো
আমাদের ফলো করুন