বাংলাদেশের সবুজ উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সহায়তার জন্য ১১৬ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থের মাধ্যমে তিনটি বড় কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই ঋণের মধ্যে ৫০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে। এতে দেশব্যাপী পরিবেশবান্ধব উদ্যোগ এবং বায়ু দূষণ কমানোর মতো নীতি সংস্কারগুলোতে অর্থায়ন করা হবে।
পাশাপাশি ৩৭ কোটি ৯০ লাখ ডলার ব্যবহার করা হবে স্বাস্থ্য ও পুষ্টি খাতে। এর মাধ্যমে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে স্থিতিশীল স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে। যাতে ৫১ লাখ মানুষ মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাবে।
এছাড়া ২৮ কোটি ডলারের আরেকটি প্রকল্পের আওতায় চট্টগ্রামে ১ লাখের বেশি পরিবারকে নিরাপদ পানির সংযোগ দেওয়া হবে এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করাই এই অর্থায়নের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে দেশের টেকসই উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব হবে।







