গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীর ওপর স্থাপিত বেইলি ব্রিজ আজ শনিবার ভোরে ভেঙে পড়েছে। এ ঘটনার পর ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, ভোর ৫টার দিকে একটি ট্রাক ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করে।
এ ঘটনায় যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহমুখী যাত্রী ও যানবাহনগুলোকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
ব্রিজ ভেঙে যাওয়ার কারণ অনুসন্ধান ও তা দ্রুত মেরামতের কাজ শুরু করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।







