Windows 11-এর ‘24H2’ আপডেট ইনস্টল করার পর থেকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা। স্ক্রিনের রঙের বিকৃতি এবং গেম চালানোর সমস্যাসহ একাধিক ত্রুটি দেখা দেওয়ার অভিযোগ উঠেছে।
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, আপডেট ইনস্টল করার পর কিছু কম্পিউটারে স্ক্রিনের রঙে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। পাশাপাশি, ভিডিও গেম চালানোর সময়ও বিভিন্ন ত্রুটি লক্ষ্য করছেন ব্যবহারকারীরা।
বিশেষজ্ঞদের ধারণা, এই সমস্যাগুলো AutoHDR ফিচারের সঙ্গে সম্পর্কিত। এই ফিচারটি সাধারণ ডায়নামিক রেঞ্জের (SDR) ছবি HDR রেঞ্জে রূপান্তর করে। তবে ফিচারটি বন্ধ করে দেওয়ার মাধ্যমেই আপাতত সমস্যাগুলোর সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, সমস্যাগুলোর স্থায়ী সমাধানের জন্য তারা শিগগিরই একটি আপডেট প্রকাশ করবে। তবে আপডেটটি কবে নাগাদ প্রকাশিত হবে তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
এছাড়া আপডেটের পর স্পিকার ও ব্লুটুথ ডিভাইস সংক্রান্ত সমস্যার কথাও জানানো হয়েছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, গান বা ভিডিও চালানোর সময় স্পিকারের আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এটি Dirac Audio সার্ভিসের সফটওয়্যারজনিত ত্রুটির কারণে হচ্ছে। এর সমাধানও সম্ভব হবে কেবল মাইক্রোসফটের নতুন আপডেটের মাধ্যমে।
সূত্র: ফোরপিডিএ
প্রযুক্তি ডেস্ক
- প্রযুক্তি ডেস্ক#molongui-disabled-link
- প্রযুক্তি ডেস্ক#molongui-disabled-link
- প্রযুক্তি ডেস্ক#molongui-disabled-link
- প্রযুক্তি ডেস্ক#molongui-disabled-link