নিউজনেস্ট

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, আরোহী সকলেই নিহত

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, আরোহী সকলেই নিহত
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, আরোহী সকলেই নিহত। ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর গ্রামাদোতে ১০ আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গতকাল রোববার ২২শে ডিসেম্বর রিও গ্রান্দে দো সুল রাজ্যের গ্রামাদো শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে জানান, বিমান দুর্ঘটনার পর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী কোন আরোহী জীবিত নেই।

বেসামরিক পুলিশের স্বরাষ্ট্র বিভাগের পরিচালক ক্লেবার দোস সান্তোস লিমা জানান, নাগরিক সুরক্ষা সংস্থা ইতোমধ্যে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ধারণা করা হচ্ছে, আরোহীদের সবাই নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। এরপর সেটি আরেকটি বাড়ির দ্বিতীয় তলায় আছড়ে পড়ে এবং শেষমেশ আসবাবের একটি দোকানের ভেতরে বিধ্বস্ত হয়। বিমানের ধ্বংসাবশেষ আশেপাশে ছড়িয়ে পড়ে, যা কাছের একটি হোটেলের কাছেও পৌঁছে যায়।

বিমান বিধ্বস্তের কারণে সৃষ্ট আগুন থেকে ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভোগা অন্তত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা বিমানের আরোহী নন বলে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য বিমানটি রিও গ্রান্দে দো সুল রাজ্যের আরেকটি পর্যটন শহর ক্যানেলা থেকে উড্ডয়ন করেছিল। গ্রামাদো ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটন শহর, বিশেষ করে বড়দিনের সময় সেখানে পর্যটকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত