আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমল এলাকায় পাকিস্তানি সামরিক বিমানের বোমাবর্ষণের ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাবুলে আফগান কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানি প্রতিনিধির চলমান বৈঠকের মধ্যে এই হামলা ঘটানো হয়। মন্ত্রণালয় মনে করে, এই হামলা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বিনষ্ট করার উদ্দেশ্যে পাকিস্তানের কিছু মহলের পরিকল্পিত পদক্ষেপ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আফগানিস্তানের ভূখণ্ডে কোনো ধরনের আক্রমণ সহ্য করা হবে না। দীর্ঘদিনের সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আফগানিস্তান যে কোনো মূল্যে নিজের সীমান্ত সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ইমারতে ইসলামিয়ার জন্য লাল রেখা। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন হামলা কোনোভাবেই অগ্রাহ্য করা হবে না।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পাকতিয়া প্রদেশের বারমল এলাকায় একাধিক স্থানে বিমান হামলা চালায় পাকিস্তানি সামরিক বিমান। ইমারতে ইসলামিয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের গুরুতর পরিণতির ব্যাপারে সতর্ক করেছে।
সূত্র: হুরিয়াত রেডিও







