ভারতের গণমাধ্যম টাকা খেয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিকেলে পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভুল তথ্য ছড়িয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। এগুলো কোনো গণমাধ্যম নয়, বরং দালাল ও পেইড এজেন্ডা।
তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের তুলনায় অনেক ভালো। কিন্তু ভারতীয় মিডিয়া এসব ইস্যুতে উল্টো মিথ্যাচার করছে। অথচ মোদী সাম্প্রদায়িক নীতি অনুসরণ করে ক্ষমতায় এসেছেন। ভারতে মুসলমানরা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতির সঙ্গে তুলনাহীন।
ভারতের সাংবাদিকদের উদ্দেশে তিনি আত্মসম্মান রক্ষার আহ্বান জানান এবং এ ধরনের প্রোপাগান্ডা বন্ধ করার তাগিদ দেন।