নিউজনেস্ট

ইয়াহইয়া আমিন: সুশীলতার আড়ালে ইসলামবিদ্বেষের মুখোশ

ইয়াহিয়া আমিন: সুশীলতার আড়ালে ইসলামবিদ্বেষের মুখোশ
ইয়াহিয়া আমিন: সুশীলতার আড়ালে ইসলামবিদ্বেষের মুখোশ। ছবি : সংগৃহীত

ইয়াহইয়া আমিন নিজেকে একজন চিন্তাশীল মুসলিম হিসেবে তুলে ধরলেও তার সাম্প্রতিক পডকাস্টে রোহিঙ্গা ইস্যু এবং হাসিনা আমলে র‍্যাবের জঙ্গি নাটকের বৈধতা দেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, তার অন্তরে ইসলাম ও মুসলিমদের প্রতি বিদ্বেষ রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে তার বক্তব্য এ কথার প্রকৃষ্ট উদাহরণ।

ইয়াহইয়া আমিন দাবি করেছেন, রোহিঙ্গা বাংলাদেশের জন্য হুমকি। যাদের ব্যাপারে শতভাগ নিশ্চিত, তাদের মাতৃভূমি আরাকান। যারা আরাকানে ফিরে যাওয়ার জন্য নিরন্তর সংগ্রাম করছে, তাদের নিয়ে এ ধরনের মিথ্যা অপবাদ দেওয়া ন্যায়সঙ্গত নয়।

পডকাস্টে যে ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে তার কথায় স্পষ্ট, তিনি মগ সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মির পেইড এজেন্ট এবং মুসলিমবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত। ইয়াহইয়া আমিনের মতো তথাকথিত সাইকোলজিস্ট (যার পেশাগত দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে) এমন বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কাজ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠেছে।

মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা, ধর্ষণ এবং অমানবিক নির্যাতন চালাচ্ছে। এর মধ্যেও ইয়াহইয়াআমিনের মতো ব্যক্তিরা রোহিঙ্গাদের দোষী বানিয়ে তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করছেন।

ইয়াহইয়া আমিন শুধু রোহিঙ্গাদের বিষয়েই নয়, বাংলাদেশের ইসলামি রাজনীতি এবং ইসলামপন্থী ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রের দমন-পীড়নকেও ন্যায্যতা দিয়েছেন। পাশাপাশি, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাকে সমর্থন করেছেন তিনি।

ইসলামবিদ্বেষীদের লক্ষ্য হলো, মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের দাঁড় করানো। তারা কখনোই অন্য ধর্মীয় গোষ্ঠীগুলোকে দেশের জন্য হুমকি হিসেবে তুলে ধরে না। বরং মুসলিমদের অভ্যন্তরীণ সমস্যাকে আরও ঘনীভূত করে নিজেদের স্বার্থ হাসিল করে।

জাতি হিসেবে আমাদের দায়িত্ব হলো, রোহিঙ্গা মুসলিমদের সহায়তা করা এবং তাদের নিজ ভূমি আরাকানে ফিরে যাওয়ার লড়াইয়ে সহযোগিতা করা। ইয়াহিয়া আমিনের মতো মুখোশধারী ইসলামবিদ্বেষীদের চিহ্নিত করে তাদের অপপ্রচার থেকে সতর্ক থাকা সময়ের দাবি।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত