রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর উদ্যোগে আয়োজিত এক বৃহৎ সম্মেলনে রোহিঙ্গা নেতাদের উদ্দেশ্যে আরএসও প্রেসিডেন্ট সম্মানিত মাস্টার আইয়ুব এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। উক্ত ভাষণে কুরআন ও হাদিসের আলোকে জাতির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ঐক্যের আহ্বান জানিয়ে তিনি জাতির সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
সকলকে সালাম জানিয়ে মাস্টার আইয়ুব বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অসংখ্য শুকরিয়া যে, তিনি আমাদের মতো এক নির্যাতিত জাতিকে আজ একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা যেন ভবিষ্যতেও এভাবে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হতে পারি, সেই তাওফিক আল্লাহ তায়ালা যেন আমাদের দান করেন।
মাস্টার আইয়ুব বাংলাদেশের প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা আমাদের আজকের এই সম্মেলন করার অনুমতি দিয়ে সবাইকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা বাংলাদেশের প্রশাসন ও জনগণের জন্য প্রাণভরে দোয়া করি।
মাস্টার আইয়ুব আরও বলেন, আজকের আলোচনার একমাত্র বিষয় হলো ঐক্য। এখানে কেউ নিজের দল বা সংগঠনের প্রচারের জন্য আসেনি। আমি আপনাদের অনুরোধ করব, দয়া করে কোনো দল বা পার্টির নামে স্লোগান দিবেন না। আমাদের পরিচয় কেবল রোহিঙ্গা ও আরাকান। আমরা এখানে এসেছি জাতির ঐক্য নিয়ে আলোচনা করতে।
তিনি আরও বলেন, আমার নামেও কেউ স্লোগান দেবেন না। এটি শিরকের শামিল হবে। আমাদের স্লোগান হবে কেবল ‘আরাকান এবং রোহিঙ্গা’।
মাস্টার আইয়ুব আরাকান আর্মি সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আরাকান আর্মি আমাদের জাতিগতভাবে স্বীকৃতি না দেয়, তাহলে আমরা রাইফেলের নল দিয়েই আমাদের অধিকার আদায় করব। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। আমাদের উপস্থিতি মিয়ানমার ও আরাকান আর্মিকে ভীত করে তোলে।
তিনি আরও যোগ করেন, আমরা আমাদের ভূমি আরাকান থেকে সন্ত্রাসী আরাকান আর্মি ও তাদের দোসরদের বিতাড়িত করব। যখন আরাকান মুসলমানদের ছিল, তখন মগ সন্ত্রাসীরা কুলি-মজুর হিসেবে ছিল। কিন্তু আজ তারাই আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে। এটি আর চলতে দেওয়া যাবে না।
মাস্টার আইয়ুব রোহিঙ্গাদের আরাকানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ আমাদের পূর্বপুরুষদের ভূমি নয়। আমাদের ভূমি আরাকান এবং সেখানেই আমাদের ফিরে যেতে হবে। শুধু কথা নয়, কাজের মাধ্যমে এটি প্রমাণ করতে হবে।
তিনি বলেন, যদি মাত্র ১০-২০ হাজার মানুষ প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করে, তবে আরাকান আর্মি আমাদের সামনে দাঁড়াতে পারবে না। এই সন্ত্রাসীরা কেবল নামে বীর, কিন্তু কাজে কাপুরুষ।
মাস্টার আইয়ুব এ সম্মেলনকে ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, এই সম্মেলন জাতির ঐক্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য আরাকানকে স্বাধীন করা এবং সেখানে শান্তি ও অধিকারের সঙ্গে বসবাস করা।
মাস্টার আইয়ুব বলেন, ঐক্য ও শৃঙ্খলা ছাড়া মুক্তি সম্ভব নয়। আমরা যদি একত্রিত হয়ে কাজ করি, তবে আল্লাহর রহমতে আমরা সফল হব। আসুন, আমরা আমাদের মাতৃভূমি আরাকানকে স্বাধীন করার জন্য কাজ শুরু করি।







