চাঁদপুরের ফরিদগঞ্জে জুমার বয়ানে সুদ-ঘুষসহ বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে কথা বলায় এক ইমামকে চাকরি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি আনাছ আমিনী।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আওয়াল সম্প্রতি জুমার খুতবায় এসব বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর মসজিদ কমিটির সহসভাপতি ও এএসআই ইমরান শাহীন চৌধুরী তাকে অন্যত্র চাকরি খোঁজার কথা বলেন।
এদিকে, অভিযুক্ত ইমরান শাহীন অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন ইমাম নিয়োগ দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।√







