আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তানকে অবজ্ঞা করা দেশগুলোকে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও ন্যাটোর মতো বৃহৎ শক্তির ভাগ্য থেকে শিক্ষা নেওয়া উচিত।
তিনি আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের ৪৫তম বার্ষিকী উপলক্ষে বক্তব্যে পাকিস্তানকে সতর্ক করে বলেন, সম্প্রতি মীরানশাহের মেহনাতপুর গ্রামে পাকিস্তানের হামলা আফগান জনগণ আর সহ্য করবে না।
এছাড়া, পাকিস্তানের জনগণ ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সক্রিয় হতে এবং উসকানিদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
মুত্তাকী আরও বলেন, আফগানিস্তান পাকিস্তানের প্রতি কৃতজ্ঞ, বিশেষত যুদ্ধে ও শরণার্থী গ্রহণের জন্য, তবে সম্প্রতি হামলার ঘটনায় আর নীরব থাকবে না আফগান জনগণ।
সূত্র : হুররিয়াত রেডিও