নিউজনেস্ট

বিশ্বকে তাক লাগিয়ে প্রথম নিজস্ব প্রযুক্তিতে ট্রেন তৈরি করল আফগানিস্তান!

বিশ্বকে তাক লাগিয়ে প্রথম নিজস্ব প্রযুক্তিতে ট্রেন ও রেল ইঞ্জিন তৈরি করল আফগানিস্তান!
বিশ্বকে তাক লাগিয়ে প্রথম নিজস্ব প্রযুক্তিতে ট্রেন ও রেল ইঞ্জিন তৈরি করল আফগানিস্তান! ছবি : সংগৃহীত

আফগানিস্তান প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে ট্রেন ও রেল ইঞ্জিন নির্মাণ করে ইতিহাস গড়েছে। দেশটির জাতীয় উন্নয়ন করপোরেশন এই সাফল্য অর্জন করেছে, যা দেশের শিল্প খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

তালেবানের মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনটি বগি যুক্ত একটি রেল ইঞ্জিন দেখা যায়। মুজাহিদ জানান, আমাদের জাতীয় উন্নয়ন সংস্থা এই রেল ইঞ্জিন তৈরি করেছে।

তিনি বলেন, ‘দেশের জাতীয় উন্নয়ন করপোরেশন প্রথমবারের মতো একটি রেল ইঞ্জিন তৈরি করেছে। এদিকে, রেলপথ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। শীঘ্রই দেশীয়ভাবে নির্মিত এই ট্রেন পরিচালনা করা শুরু হবে।’

পাশাপাশি, শুধু রেল ইঞ্জিন নির্মাণের সাফল্য নয়। এর আগে দেশটির একই কোম্পানি স্থানীয়ভাবে বাস ও ট্রাক তৈরি করেছে, যা শিগগিরই প্রদর্শনের জন্য আনা হবে। বিশ্লেষকগণ মনে করছেন, আফগানিস্তান আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে বলেই এই অর্জন সম্ভব হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার কাবুলে আফগানিস্তান ও কাজাখস্তানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রেল খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। কাজাখস্তানের উপবাণিজ্য মন্ত্রী কাইরাত তুরবায়েভ বৈঠকে অংশ নেন। তিনি আফগানিস্তানে কাজাখ কোম্পানিগুলোর পরিচালিত প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন এবং বাণিজ্যিক ও কৃষিপণ্য পরিবহনে কাজাখস্তানের আগ্রহের কথা জানান।

আফগান রেল মন্ত্রণালয় জানায়, কাজাখ উপমন্ত্রী আফগান রেলপথ অবকাঠামোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত