নিউজনেস্ট

ইসকনকে সন্ত্রাসী বলায় ভারতীয় বিশ্ববিদ্যালয়ে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিষিদ্ধ

ইসকনকে সন্ত্রাসী বলায় ভারতীয় বিশ্ববিদ্যালয়ে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিষিদ্ধ
ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে সন্ত্রাসী বলে মন্তব্য করায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার ২৮ ডিসেম্বর ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

নিষিদ্ধ শিক্ষার্থীরা হলেন মেহমুদ হাসান ও সামিউল ইসলাম। মেহমুদ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আর সামিউল এলএলবিতে ভর্তি ছিলেন। বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। আরেক বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ আরিফুর রহমান, যিনি বর্তমানে অর্থনীতি নিয়ে পড়ছেন, তার পড়াশোনা শেষে আর সেখানে ভর্তির সুযোগ থাকবে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পোষ্টে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিক্ষোভ করেন। এরপরই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি বাংলাদেশে ইসকন নিয়ে বিতর্ক শুরু হলে ওই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট দিয়েছিলেন। এরপর বিষয়টি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার কারণ হয়ে ওঠে।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত