ডিসেম্বরে রেকর্ড রেমিট্যান্স: ২৮ দিনেই এলো ২৪২ কোটি ডলার

ইতিহাসের সকল রেকর্ড ছাড়িয়ে ডিসেম্বরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড!
ইতিহাসের সকল রেকর্ড ছাড়িয়ে ডিসেম্বরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড! ছবি: নিউজনেস্ট

দেশে রেমিট্যান্স প্রবাহ আবারও উর্ধ্বমুখী। চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিনের গড়ে ৮ কোটি ৬৪ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম চার সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ২১৬ কোটি ৪৪ লাখ ডলার, আর নভেম্বর মাসে ছিল ২০৫ কোটি ২৪ লাখ ডলার। আগের তুলনায় ডিসেম্বরের প্রথম ২৮ দিনেই এসেছে ২৪২ কোটি ৫ লাখ ডলার।

২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ ছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। এবার ডিসেম্বরের ধারাবাহিকতা চললে সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে।

ডিসেম্বরের প্রথম ২৮ দিনে রেমিট্যান্সের বড় অংশ এসেছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে:

  • রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক: ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডলার
  • বিশেষায়িত ব্যাংক: ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার
  • বেসরকারি ব্যাংক: ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার
  • বিদেশি ব্যাংক: ৬৯ লাখ ২০ হাজার ডলার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে। গত পাঁচ মাসে প্রবাসীরা দেশে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হয়েছে।

এদিকে চলতি বছরের জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। তবে জুলাই মাসে এটি নেমে আসে ১৯১ কোটি ডলারে, যা ছিল বিগত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। তবে অন্তর্বর্তী সরকারের সময় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। আগস্টে ২২২ কোটি ১৩ লাখ, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ, এবং অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে।

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিকতা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আমাদের ফলো করুন