চট্টগ্রামের উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্ম পুকুর পাড় এলাকায় একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ ছিল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, আগুনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে।