নিউজনেস্ট

কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই

কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই
কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাতে শুরু হওয়া আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান, রাত ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে চান্দিনা, দাউদকান্দি ও কুমিল্লা স্টেশনের ছয়টি ইউনিট কাজ শুরু করে। আগুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

মাধাইয়া বাজারের অবস্থান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় আগুন লাগার সময় মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টায় অংশ নেন।

ব্যবসায়ীরা জানান, আগুনে সবকিছু পুড়ে গেছে, কারও কিছুই রক্ষা হয়নি। অনেক ব্যবসায়ী ক্ষতির শোকে ভেঙে পড়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত