বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়ার রেকর্ডধারী নারী ছিলেন ১৮ শতকের রুশ কৃষক ফিওদর ভাসিলিয়েভের প্রথম স্ত্রী। তিনি অন্তত ৬৯টি সন্তানের জন্ম দিয়েছিলেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান পেয়েছে।
নথি অনুযায়ী, এই বিখ্যাত নারী মোট ২৭ বার সন্তান জন্ম দেন। এর মধ্যে ১৬ বার জমজ, ৭ বার তিনটি এবং চারবার চারটি করে সন্তান প্রসব করেন। মস্কোর নিকোলস্কি মঠসহ বিভিন্ন উৎসে এ তথ্য নথিভুক্ত করা হয়েছে।
বিশ্বের ইতিহাসে এমন বিরল ঘটনা রেকর্ডভুক্ত হওয়ায় এই নারী আজও বিস্ময়ের উদাহরণ হয়ে আছেন।