আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ১৫০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য এই হাসপাতালের অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত।
চারতলা বিশিষ্ট এই হাসপাতালটি আন্তর্জাতিক মান অনুযায়ী নির্মাণ করা হবে। মন্ত্রণালয়ের দাবি, এই হাসপাতাল পাকতিয়া অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
এ প্রসঙ্গে পাকতিয়ার স্বাস্থ্য বিভাগের প্রধান ড. মিরাজ গুল আদেল বলেন, ‘নতুন হাসপাতালটি এখানকার মানুষকে বড় ধরনের উপকার করবে। আর স্থানীয়দের চিকিৎসার জন্য দূরবর্তী এলাকায় যেতে হবে না।’
স্বাস্থ্য খাতে উন্নয়নে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া সরকারের বিশেষ পরিকল্পনার অংশ এটি। সরকার সম্প্রতি ৭ বিলিয়ন আফগানি বাজেট অনুমোদন করেছে, যার মাধ্যমে দেশজুড়ে ৩১৮টি নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছে।
সরকারি এই উদ্যোগগুলো স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: হুরিয়াত রেডিও







