তারিখ প্রদর্শন

একাধিক দেশে অবৈধ কার্যক্রমের অভিযোগে হাজারো পাকিস্তানি পাসপোর্ট নিষিদ্ধ

একাধিক দেশে অবৈধ কার্যক্রমের অভিযোগে পাকিস্তানি পাসপোর্ট নিষিদ্ধ
একাধিক দেশে অবৈধ কার্যক্রমের অভিযোগে পাকিস্তানি পাসপোর্ট নিষিদ্ধ। ছবি: সংগৃহীত

অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরান, সংযুক্ত আরব আমিরাত (আমিরাত) এবং সৌদি আরব কয়েক হাজার পাকিস্তানি পাসপোর্ট নিষিদ্ধ করেছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইরান সম্প্রতি ১০ হাজারের বেশি পাকিস্তানি নাগরিকের পাসপোর্ট ৫ থেকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের বিরুদ্ধে মানবপাচার, অবৈধ বসবাস, উগ্রপন্থা এবং মাদক সেবনের অভিযোগ রয়েছে।

অন্যদিকে আমিরাত কর্তৃপক্ষ ২,৪৭০ পাকিস্তানি নাগরিকের পাসপোর্ট নিষিদ্ধ করেছে। এই ব্যক্তিরা মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে জানানো হয়েছে।

পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পিছিয়ে নেই ইরাকও। দেশটি গত ছয় মাসে ১,৫০০-এর বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। শিগগিরই তাদের পাসপোর্ট নিষিদ্ধ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সৌদি আরব গত অক্টোবরে ৪,০০০ পাকিস্তানি ভিক্ষুককে দেশে ফেরত পাঠায়। এদের বেশির ভাগই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। দেশটির অভিযোগ, এসব ভিক্ষুক সমাজ ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছিল।

বিশ্লেষকদের মতে, কিছু পাকিস্তানি অভিবাসীর অবৈধ কার্যকলাপ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এসব সমস্যা মোকাবেলায় আইন প্রয়োগ এবং নিরাপত্তা জোরদারে নানা দেশ এখন আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে।

আমাদের ফলো করুন