গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পর সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শনিবার ৮ ফেব্রুয়ারি থেকেই অভিযান শুরু হয়েছে।
অভিযান সম্পর্কে বিস্তারিত জানাতে আগামীকাল রোববার ৯ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হন। ওই ঘটনার পরই সরকার কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয়।
সরকারের এই অভিযানের ফলে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসবে, তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।