২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি, হিন্দুত্ববাদী এজেন্ডা বিকাশে নতুন মোড়

২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি, হিন্দুত্ববাদী এজেন্ডা বিকাশে নতুন মোড়
২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি, হিন্দুত্ববাদী এজেন্ডা বিকাশে নতুন মোড়। ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৭ বছর পর ভারতের রাজধানী দিল্লির বিধানসভায় সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি, যা দিল্লির রাজনৈতিক গতিপথে বড় পরিবর্তন এনে দিচ্ছে।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৭০ আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যেই ৪৮টি আসনে জয় নিশ্চিত করেছে। প্রয়োজনীয় ৩৬ আসনের চেয়ে অনেক বেশি আসন পাওয়ায় সরকার গঠনের পথ একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে, দিল্লির বর্তমান শাসক দল আম আদমি পার্টি (এএপি) পেয়েছে মাত্র ২২টি আসন, আর কংগ্রেস একটিও জিততে পারেনি।

বিজেপির এ ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি একে ‘উন্নয়ন ও সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।

এর আগে ২০১৫ ও ২০২০ সালের বিধানসভা নির্বাচনে টানা দুই মেয়াদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি। তবে এবারের নির্বাচনে সেই আধিপত্য ধরে রাখতে পারেনি তারা।

বিজেপির এই জয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের বন্যা বয়ে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে, পাশাপাশি দলীয় কার্যালয়ে সমর্থকদের ভিড় জমে উল্লাস-উদযাপনেও মেতে উঠেছেন তারা।

বিশ্লেষকদের মতে, দিল্লির রাজনীতিতে এটি এক যুগান্তকারী পরিবর্তন। দুই যুগেরও বেশি সময় পর বিধানসভায় প্রত্যাবর্তনের ফলে বিজেপি তাদের হিন্দুত্ববাদী এজেন্ডা আরও দৃঢ়ভাবে বাস্তবায়নের সুযোগ পাবে। ফলে ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

আমাদের ফলো করুন