নিউজনেস্ট

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় আগুনে পুড়ে নিহত ৪১

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় আগুনে পুড়ে নিহত ৪১
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় আগুনে পুড়ে নিহত ৪১। ছবি : সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ৪১ জনের। একটি যাত্রীবাহী বাস ‘ট্রেলার’ গাড়ির সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার ৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে তাবাস্কো প্রদেশের এসকার্সেগা শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথে এটি একটি ট্রেলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

বাসটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। প্রতিষ্ঠানটি গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

তাবাস্কোর প্রাদেশিক সরকার জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে এবং নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ জানিয়েছেন, শনিবার রাতে নিহতদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনা মেক্সিকোর সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে, যার অন্যতম কারণ দ্রুতগতি ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত