গাজীপুরসহ সারা দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। অভিযানের প্রথম দিনে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) তথ্য অনুযায়ী, পাঁচ থানা এলাকা থেকে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের বাড়ির ভেতরে ডেকে নিয়ে হামলা চালান। মুখোশধারী হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ২০ জনকে আহত করেন। গুরুতর আহত পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনার জেরে গতকাল শনিবার ৮ ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনের কর্মীরা বিক্ষোভ করেন। রাতের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসেন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী সড়কে টহল জোরদার করেছে। বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন।