দিল্লির বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন আম আদমি পার্টির (এএপি) নেত্রী আতিশি মার্লেনা। রোববার দিল্লি সচিবালয়ে রাজ্যপাল ভি. কে. সাক্সেনার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
শনিবারের নির্বাচনে দিল্লিতে এক দশকের শাসনের ইতি টেনে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ফলে আতিশির পদত্যাগ প্রত্যাশিতই ছিল।
তবে বড় পরাজয়ের মধ্যেও আতিশি নিজের আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন। দিল্লির কালকাজি আসনে তিনি বিজেপির রমেশ বিধুরিকে ৩,৫২১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। কিন্তু এএপির জন্য এটি ছিল হাতে গোনা কয়েকটি সফলতার একটি মাত্র। দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, মনিষ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনসহ শীর্ষ নেতারা নির্বাচনে পরাজিত হয়েছেন, যা এএপির জন্য বড় ধাক্কা।
দিল্লিতে বিজেপির জয় শুধু দলটির জন্য নয়, রাজনীতির নতুন এক অধ্যায়ের সূচনাও বটে। কেজরিওয়ালের শাসন মডেল যে আগের মতো জনপ্রিয় নেই, তা এবার স্পষ্ট হয়ে গেছে। এখন দেখার বিষয়, বিজেপি দিল্লির দীর্ঘদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কী পদক্ষেপ নেয়।
সূত্র: মুসলিম মিরর