রাজধানীর শ্যামপুরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে শ্যামপুরের একটি পুরাতন স্যান্ডেল রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। কারখানার দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
সংবাদ পাওয়ার পর মাত্র আট মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পর্যায়ক্রমে আরও ছয়টি ইউনিট সেখানে যোগ দেয়। দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দ্রুততার সঙ্গে কাজ করায় আগুন আরও বড় ক্ষতি করতে পারেনি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।
স্থানীয়দের মতে, আগুন লাগার সময় কারখানায় কেউ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস বলছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শ্যামপুরের এই অগ্নিকাণ্ডে বড় ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।