কক্সবাজারে নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য নতুন আশ্রয়স্থল (তাঁবু) নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। গত কয়েক মাসে মিয়ানমার থেকে পালিয়ে আসা বহু রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছেন, তবে তাদের জন্য নতুন করে আশ্রয়স্থল তৈরির অনুমতি দেওয়া হয়নি।
গত রোববার শিবিরের ২০ নম্বর ক্যাম্পের একটি খোলা মাঠ ও আশপাশের এলাকায় রোহিঙ্গারা নতুন করে তাঁবু স্থাপন করতে শুরু করলে স্থানীয় প্রশাসন তাদের এসব তাঁবু সরিয়ে নিতে নির্দেশ দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি অনুমোদন ছাড়া নতুন আশ্রয়স্থল নির্মাণ করা যাবে না।
গত এক বছরে বাংলাদেশে প্রবেশ করা এই রোহিঙ্গারা এতদিন স্থায়ী আশ্রয় পাননি। অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে গাদাগাদি করে থেকেছেন। কিন্তু জায়গার সংকট ও মানবিক সহায়তার অভাবে তারা খোলা জায়গায় নিজেদের তাঁবু তৈরি করার চেষ্টা করছিলেন।
ক্যাম্প প্রশাসন তাদের আগের থাকার জায়গায় ফিরে যেতে বলেছে এবং আশ্রয় তৈরির বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করতে বলেছে। তবে আশ্রয় না পেয়ে তারা আরও বিপদে পড়েছেন।
সূত্র: আরাকান নিউজ এজেন্সি