নিউজনেস্ট

ভারতের উত্তরপ্রদেশে ইসলাম ধর্ম গ্রহণ করায় পাঁচজন গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে ইসলাম ধর্ম গ্রহণ করায় পাঁচজন গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশের বিজনোর জেলায় ধর্মান্তরকরণ আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন কাজি ও এক মুসলিম নারী রয়েছেন। অভিযোগ উঠেছে, তারা এক হিন্দু যুবককে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেছেন।

ঘটনাটি ঘটেছে বিজনোরের পুরানা ধামপুর এলাকায়। মুকুল নামে এক হিন্দু যুবক মুসলিম নারী সায়মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তবে মুকুলের বাবা জসওয়ন্ত সিং অভিযোগ করেছেন, সায়মা ও তার পরিবার মুকুলকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেছে।

বিজনোরের পুলিশ সুপার ধর্ম সিং মার্চাল জানান, মুকুল ও সায়মা বিয়ে করতে চেয়েছিলেন। তবে সায়মা নিজে হিন্দু ধর্ম গ্রহণ করতে না চেয়ে মুকুলকে ইসলাম গ্রহণে রাজি করানোর চেষ্টা করেন।

জসওয়ন্ত সিংয়ের অভিযোগ, সায়মা, তার বাবা শাহিদ, মা রুখসানা এবং দুই কাজি—মাওলানা ইরশাদ ও মাওলানা গুফরান পরিকল্পিতভাবে মুকুলের ধর্মান্তর ঘটিয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে মুকুলকে একটি মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়। এরপর তার সঙ্গে সায়মার বিয়ে সম্পন্ন হয়।

রবিবার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের ‘ধর্মান্তরকরণ নিষিদ্ধকরণ আইন-২০২১’ অনুযায়ী মামলা হয়েছে। এ আইনে জোরপূর্বক ধর্মান্তরের শাস্তি তিন থেকে দশ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার রুপি জরিমানা হতে পারে।

এ ঘটনা ধর্মান্তরকরণ আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক তৈরি করেছে। সাধারণত মুসলিম পুরুষরা হিন্দু নারীদের ধর্মান্তরিত করলে এই আইন প্রয়োগ করা হয়। তবে কোনো হিন্দু পুরুষ ইসলাম গ্রহণ করলে এমন মামলা ও গ্রেপ্তারের ঘটনা বিরল।

এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘যদি কোনো মুসলিম নারী হিন্দু যুবককে বিয়ে করেন, তাহলে আইনি বাধা থাকে না। কিন্তু কোনো হিন্দু নারী মুসলিম যুবককে বিয়ে করলেই তা ধর্মান্তর হিসেবে চিহ্নিত হয়।’

মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন, ‘যখন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেন, তখন সেটিকে ভালোবাসার সম্পর্ক হিসেবে দেখা হয়। কিন্তু হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলেই তা ধর্মান্তর হিসেবে গণ্য করা হয়।’

এ ঘটনা ধর্মীয় স্বাধীনতা, আন্তঃধর্মীয় বিয়ে ও উত্তরপ্রদেশের ধর্মান্তরকরণ আইন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত