ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক এক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে চরম অপমানমূলক আচরণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
গত সোমবার ১০ ফেব্রুয়ারি আয়োজিত ওই সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন ম্যাক্রোঁ। এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে করমর্দন করেন। ঠিক পাশেই বসা ছিলেন নরেন্দ্র মোদি। তবে ম্যাক্রোঁ তাকে কোন পাত্তা না দিয়ে উপেক্ষা করে সামনে এগিয়ে যান।
ভিডিওতে দেখা যায়, মোদি দু’বার করমর্দনের জন্য হাত বাড়ান। কিন্তু ম্যাক্রোঁ তার দিকে না তাকিয়েই অন্যদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত থাকেন। এতে কিছুটা বিব্রত বোধ করতে দেখা যায় মোদিকে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ট্রল ও ব্যঙ্গ-বিদ্রুপ। একজন লিখেছেন, ‘গরুকে কেউ পাত্তা দেয় না!’ আরেকজন মন্তব্য করেন, ‘আহারে! লজ্জায় লাল হয়ে গেছে দাদা!’
এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নানা গুঞ্জন উঠেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।