মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, সহিংসতা ও নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে রোহিঙ্গারা। সম্প্রতি থাইল্যান্ডের মধ্যাঞ্চলের একটি বনাঞ্চল থেকে ৫৭ জন রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিককে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাচারকারীরা তাদের সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম থাইগার জানায়, ফেচাবুন প্রদেশের একটি জঙ্গলে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েন এসব অভিবাসী। তাদের মধ্যে দুইজন ক্ষুধার্ত অবস্থায় স্থানীয়দের কাছে সাহায্য চান। সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন তাদের সন্ধানে অভিযান চালায়।
উদ্ধার হওয়া ৫৭ জনের মধ্যে ১৭ জন পুরুষ, ৫ জন নারী এবং ৩৫ জন শিশু-কিশোর রয়েছে। তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, পাচারকারীরা তাদের চনবুরি প্রদেশে নিয়ে গিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের জঙ্গলে ফেলে পালিয়ে যায়।
সূত্র: আরাকান নিউজ এজেন্সি