দখলদার ইসরায়েলের কারাগার থেকে আজ শনিবার মুক্তি পাচ্ছেন ৩৬৯ ফিলিস্তিনি বন্দি। এদের মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। হামাসের বন্দিবিষয়ক মিডিয়া অফিস শুক্রবার রাতে এক ঘোষণায় এ তালিকা প্রকাশ করে।
তালিকা অনুযায়ী, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩৩ জন গাজা থেকে আটক হওয়া ফিলিস্তিনি, যাদের ৭ অক্টোবর ২০২৩-এর পর গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ২৪ জন বন্দিকে ফিলিস্তিনের বাইরে নির্বাসনে পাঠানো হবে।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। এদের মধ্যে সাতজন জেরুজালেমের বাসিন্দা, বাকিরা পশ্চিম তীরের বিভিন্ন শহরের।
এটি গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের ষষ্ঠ তালিকা। এর আগে পাঁচ দফায় ৭৬৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়, যাদের মধ্যে শিশু, নারী, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৭ অক্টোবরের পর আটক ব্যক্তিরা ছিলেন।
হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড গতকাল শুক্রবার জানিয়েছে, তারা তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। এরা হলেন—সাশা আলেক্সান্ডার ট্রোপানোভ, সাগি ডিকেল হান এবং ইয়াইর হর্ন।
এর আগে ইসলামী জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড জানায়, তারা আলেক্সান্ডার ট্রোপানোভকে মুক্তি দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সরকার হামাস ঘোষিত বন্দিদের তালিকা পেয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ বছর বয়সী সাগি ডিকেল হান মার্কিন নাগরিক এবং ৪৬ বছর বয়সী ইয়াইর হর্ন রয়েছেন। এছাড়া, ২৯ বছর বয়সী আলেক্সান্ডার ট্রোপানোভ রুশ নাগরিক, যার মুক্তির দাবি আগে থেকেই জানিয়ে আসছিল মস্কো।
সূত্র: টিআরটি অ্যারাবিক