নিউজনেস্ট

বরিশালে গুম-খুনের বিরুদ্ধে VOED-এর সমাবেশ

বরিশালে গুম-খুনের বিরুদ্ধে VOED-এর সমাবেশ
বরিশালে গুম-খুনের বিরুদ্ধে VOED-এর সমাবেশ। ছবি : সংগৃহীত

বরিশাল টাউন হলের সামনে আজ (১৫ ফেব্রুয়ারি ২০২৫) ‘ভয়েস অফ এনফোর্সড ডিজঅ্যাপিয়ার্ড পারসন্স’ (VOED)-এর উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য, গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা এবং মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। তারা গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং ন্যায়বিচারের জোরালো দাবি তোলেন।

সমাবেশে গুম থেকে ফেরত আসা ব্যক্তিরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন। তারা জানান, কীভাবে বিনা বিচারে নির্যাতনের শিকার হয়েছেন এবং কীভাবে সমাজে ফিরে আসার পরও বিভিন্ন বাধার মুখোমুখি হতে হচ্ছে। তাদের এই হৃদয়বিদারক বক্তব্যে সমাবেশস্থলে উপস্থিত অনেকের চোখে জল আসে।

প্রধান দাবিসমূহ

সমাবেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

  • গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও মুক্তি: যাদের এখনো কোনো খোঁজ মেলেনি, তাদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। সারা দেশের যত ‘আয়না ঘর’ ও ‘গুম সেল’ আছে, সেগুলো উন্মোচনের দাবি উঠে আসে।
  • নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা: গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
  • গুম ফেরতদের পুনর্বাসন: গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য রাষ্ট্রীয় উদ্যোগ ও ক্ষতিপূরণের দাবি তোলা হয়।
  • আন্তর্জাতিক সংহতি: গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং তাদের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানানো হয়।
  • মিথ্যা মামলা প্রত্যাহার: গুমের পর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের আওতাধীন মিথ্যা মামলা প্রত্যাহার এবং এ ধরনের আইনের বিলুপ্তির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে লড়াই কোনো ব্যক্তিগত বিষয় নয়; এটি জাতীয় ও মানবিক সংকট। এই অবিচার বন্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্মও একই হুমকির মুখে পড়বে।

VOED-এর এই সমাবেশ বরিশালে ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করেছে। সংগঠনটির নেতারা জানান, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলবে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত