ভারতের সঙ্গে সামরিক বাণিজ্য বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, এজেন্ডায় ‘এফ-৩৫’ বিক্রির পরিকল্পনা

ভারতের সঙ্গে সামরিক বাণিজ্য বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, এজেন্ডায় ‘এফ-৩৫’ বিক্রির পরিকল্পনা
ভারতের সঙ্গে সামরিক বাণিজ্য বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, এজেন্ডায় ‘এফ-৩৫’ বিক্রির পরিকল্পনা। ছবি : আল মায়াদিন

যুক্তরাষ্ট্র ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কয়েক বিলিয়ন ডলারের এই বিক্রির অংশ হিসেবে নয়াদিল্লিকে উন্নত প্রযুক্তির স্টেলথ যুদ্ধবিমান ‘এফ-৩৫’ সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। গতকাল শুক্রবার ভোরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দেবে। এর ফলে ভারত হবে বিশ্বের কয়েকটি দেশের একটি, যারা এই অত্যাধুনিক যুদ্ধবিমান পরিচালনার সক্ষমতা অর্জন করবে।’

সামরিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ঘাটতি মোকাবিলার বিষয়েও আলোচনা হয়। ট্রাম্প জানান, দুই দেশ বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘আমরা এমন কিছু বৈষম্য দূর করতে আলোচনা শুরু করব, যা গত চার বছর ধরে সমাধান করা দরকার ছিল।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি করতে চায়, যা দুই পক্ষের জন্যই লাভজনক হবে। তিনি বলেন, ‘ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তেল ও গ্যাস বাণিজ্যে গুরুত্ব দেব।’ পাশাপাশি, জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়ন এবং পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষে মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

আমাদের ফলো করুন