নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ২৪ জন রোহিঙ্গা শরণার্থীকে অপহরণ করেছে সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি। তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে এই শরণার্থীরা নিখোঁজ হন। পরে জানা যায়, আরাকান আর্মির সদস্যরা তাদের অপহরণ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে নিয়ে গেছে এবং সেখানে আটকে রেখেছে। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে আরাকান নিউজ এজেন্সি।
এমডিএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র খাদ্য সংকটের কারণে বাংলাদেশের রোহিঙ্গা শিবির থেকে ৩০ জন রোহিঙ্গা চারটি নৌকায় করে মাছ ধরতে গিয়েছিলেন। মিয়ানমারের জলসীমায় প্রবেশ করার পর আরাকান আর্মির টহল দল তাদের আটক করে। তবে ৬ জন পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।
অপহৃত জেলেদের পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, অপহৃতরা পরিবারগুলোর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোতে জাতিসংঘের দেওয়া খাদ্য সহায়তা অপ্রতুল হওয়ায় এবং সন্তানদের শিক্ষা খরচ চালাতে আয়ের প্রয়োজন হওয়ায় অনেক রোহিঙ্গা জীবিকার তাগিদে নাফ নদীতে মাছ ধরতে বাধ্য হচ্ছেন।
সূত্র: আরাকান নিউজ এজেন্সি