নিউজনেস্ট

চীনে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান, ফের মহামারির শঙ্কা

চীনে নতুন করোনা ভাইরাসের সন্ধান, ফের মহামারির শঙ্কা
চীনে নতুন করোনা ভাইরাসের সন্ধান, ফের মহামারির শঙ্কা। ছবি: সংগৃহীত

বিশ্ব আবারও নতুন এক ভাইরাসের হুমকির মুখে। চীনে পাওয়া গেছে নতুন এক করোনা ভাইরাস, যার নাম ‘এইচকেইউ ৫-কোভ-২’। বিশেষজ্ঞদের শঙ্কা, ভাইরাসটি মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং নতুন মহামারি ডেকে আনতে পারে।

বাঁদুর থেকে ছড়ানোর আশঙ্কা

চীনের উহানে ইনস্টিটিউট অব ভাইরালজি-এর গবেষকেরা এই ভাইরাসটির অস্তিত্ব নিশ্চিত করেছেন। গবেষণায় দেখা গেছে, এটি মূলত বাঁদুরের মধ্যে পাওয়া গেছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, এটি প্যাঙ্গোলিন ও মিঙ্কের মতো প্রাণীর মাধ্যমেও ছড়াতে পারে।

মার্সের সঙ্গে মিল

গবেষকেরা বলছেন, নতুন ভাইরাসটির সঙ্গে মার্স (MERS) করোনা ভাইরাসের মিল রয়েছে। মার্স ছিল অত্যন্ত প্রাণঘাতী, যেখানে আক্রান্তদের প্রায় ৭৫ শতাংশের মৃত্যু হয়েছিল। মার্সের মতোই এইচকেইউ৫-কোভ-২ শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটাতে পারে। ফলে এটি মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

মানুষের কোষে প্রবেশের ক্ষমতা

বিশেষজ্ঞ শি ঝেংলি, যিনি ‘ব্যাটওমেন’ নামে পরিচিত, তিনি এই ভাইরাস নিয়ে গবেষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই ভাইরাসটি মানুষের কোষে প্রবেশ করতে সক্ষম, যেমনটা কোভিড-১৯ করেছিল। এর মানে হলো, এটি মানুষের মধ্যেও সংক্রমিত হতে পারে এবং দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রেও সতর্কতা

মার্স ভাইরাস অতীতে যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছিল। ২০১৪ সালে মধ্যপ্রাচ্য থেকে আসা দুই ব্যক্তির দেহে এই ভাইরাস পাওয়া যায়। নতুন এই ভাইরাসের সংক্রমণ শুরু হলে, তা বিশ্বের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিরোধের উপায় কী?

বর্তমানে এইচকেইউ৫-কোভ-২-এর কোন প্রতিষেধক বা ভ্যাকসিন নেই। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বন্যপ্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশ্ব ইতিমধ্যেই কোভিড-১৯ মহামারি কাটিয়ে উঠেছে। কিন্তু নতুন এই ভাইরাস ফের সেই দুঃসময় ফিরিয়ে আনবে কিনা, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত