রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বিমান হামলা, আহত অন্তত ২০

রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বিমান হামলা, আহত অন্তত ২০
রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বিমান হামলা, আহত অন্তত ২০। ছবি : আরাকান নিউজ এজেন্সি

মিয়ানমারের রাখাইন রাজ্যের বুকতাউ শহরে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার শহরটির বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে অন্তত ৪০টি গোলা নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ‘নারিঞ্জারা নিউজ’। আহতদের বয়স ১৯ থেকে ৬০ বছরের মধ্যে।

স্থানীয় এক বাসিন্দার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলায় কয়েকজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। বিমান হামলায় মুসলিমরাসহ অন্যান্য বাসিন্দাদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, সেনাবাহিনীর নৌবাহিনী সিত্তে শহরের নিকটবর্তী অবস্থান থেকে বুকতাউতে গোলাবর্ষণ করেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

সম্প্রতি রাখাইন রাজ্যে বিমান হামলা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার খোঁজে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। সন্ত্রাসী সংগঠন ‘আরাকান আর্মি’ ২০২৪ সালের জানুয়ারিতে পুরোপুরি বুকতাউ শহরের নিয়ন্ত্রণ নেয়। তবে মিয়ানমার সেনাবাহিনী একের পর এক হামলা চালিয়ে তাদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করছে। ২০২৩ সালের নভেম্বর থেকে আরাকান আর্মির সামরিক অভিযানে রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে।

দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্য সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কেন্দ্রস্থল। এই সহিংসতার ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু রোহিঙ্গা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন এবং অনেকেই বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিশেষ করে ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার কারণে প্রায় ১০ লাখ রোহিঙ্গা দেশত্যাগে বাধ্য হন।

আমাদের ফলো করুন