তারিখ প্রদর্শন

পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে নাহিদ

পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে নাহিদ
পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে নাহিদ। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলামের পদত্যাগের সিদ্ধান্তের পেছনে রয়েছে এক নতুন রাজনৈতিক মিশন। তিনি তরুণদের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন একটি রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন। আগামী শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।

জানা গেছে, নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে থাকবেন আকতার হোসেন। মুখপাত্র ও মুখ্য সংগঠকের দায়িত্ব নিতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

এ ছাড়া শীর্ষ পর্যায়ে থাকবেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদও এই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই দলটি মূলত তরুণদের নেতৃত্বকে এগিয়ে নিতে চায়। সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এই দলের ভিত্তি গঠনে ভূমিকা রাখছে।

নাহিদ ইসলামের পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সারজিস আলম এক ফেসবুক পোস্টে নাহিদ ইসলামকে ট্যাগ করে লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

নাহিদ ইসলামের নতুন রাজনৈতিক পথচলা কতটা প্রভাব ফেলবে, সেটি সময়ই বলে দেবে। তবে তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।

আমাদের ফলো করুন