জাতিসংঘের মহাসচিব ও ড. মুহাম্মদ ইউনূসকে আরএসও-এর কৃতজ্ঞতা

জাতিসংঘের মহাসচিব ও ড. মুহাম্মদ ইউনূসকে আরএসও-এর কৃতজ্ঞতা
RSO এর লোগো। ছবি : সংগৃহীত

রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রোহিঙ্গাদের ন্যায়বিচার, মর্যাদা ও টেকসই সমাধানের জন্য তাঁর অঙ্গীকার দীর্ঘদিনের দুর্ভোগের মধ্যে আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তার পক্ষে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকার জন্য সংস্থাটি তাঁর প্রতিও কৃতজ্ঞ। জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করে রোহিঙ্গা সংকট সমাধানের যে প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, তা বাংলাদেশের ধারাবাহিক সংহতির প্রতিফলন।

আরএসও বলেছে, রোহিঙ্গারা বহু বছর ধরে গণহত্যা, রাষ্ট্রহীনতা ও বাস্তুচ্যুতির শিকার। এই সংকটের সমাধানে কেবল বিবৃতি নয়, বাস্তব পদক্ষেপের প্রয়োজন। সংস্থাটি জাতিসংঘ, ওআইসি, আসিয়ান, ইসলামি দেশসমূহ ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন মিয়ানমার সরকার ও আরাকান আর্মির (এএ) ওপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধের ব্যবস্থা নেয়, দোষীদের জবাবদিহির আওতায় আনে এবং পূর্ণ নাগরিকত্বের নিশ্চয়তাসহ মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করে।

জাতিসংঘের মহাসচিবের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গারা আর অপেক্ষা করতে পারে না। বিশ্বকে এই সংকটের সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে, যাতে তাদের দুর্ভোগের অবসান ঘটে।

আমাদের ফলো করুন