নিউজনেস্ট

তোরখাম সীমান্তে তালেবানের হামলায় পাকিস্তানি সামরিক চৌকি ধ্বংস, নিহত ৮ সেনা

আফগান তালেবান বাহিনী তোরখাম সীমান্তে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক চৌকিতে হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত ৯:৩০ মিনিটে চালানো এই অভিযানে চৌকিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাকিস্তানের অন্তত আটজন সেনা নিহত হন।

সূত্র জানিয়েছে, তালেবান যোদ্ধারা হামলার পর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে অগ্রসর হয়। তারা আধুনিক লেজার অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সেনাদের অবস্থান ও গতিবিধি নিয়ন্ত্রণ করে, ফলে পাকিস্তানি বাহিনী কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রের দাবি, এই অভিযানে তালেবানের কোনো সদস্য হতাহত হয়নি এবং তারা সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে। তবে পাকিস্তানি সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে তোরখাম সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার ফলস্বরূপ এই সংঘর্ষ ঘটেছে। পাকিস্তানি বাহিনীর সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় তালেবান পাল্টা পদক্ষেপ নেয়, যা শেষ পর্যন্ত এই আক্রমণে রূপ নেয়।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত