নিউজনেস্ট

ভারতের গুজরাটে ট্রেনে বৃদ্ধ মাওলানাকে ‘পাকিস্তানি’ বলে হিন্দুত্ববাদীদের হামলা

গুজরাটে এক প্রবীণ মাওলানাকে ট্রেনের মধ্যে নির্মমভাবে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, এক নারী তাকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি করে এবং পরে দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়। মাওলানার পরিবার জানিয়েছে, তিনি গঙ্গাপুর শহরের একটি মাদ্রাসার পরিচালক এবং মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহের উদ্দেশ্যে আনকালেশ্বর গিয়েছিলেন।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, ট্রেনে নিজের আসনে বসে কোরআন তেলাওয়াত করছিলেন মাওলানা। সে সময় কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে মুসলিমবিরোধী মন্তব্য করতে থাকেন। এরপর এক নারী মাওলানার দিকে আঙুল তুলে তাকে ‘পাকিস্তানি’ বলে অভিহিত করেন।পরিস্থিতি উত্তপ্ত হলে ট্রেনের টিটিই (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) তাকে দরজার কাছে আসতে বলেন। তখনই উগ্র হিন্দুত্ববাদী ওই দুই ব্যক্তি ও নারী মিলে তাকে নির্মমভাবে মারধর করেন।

এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি ও এক নারী মাওলানার সঙ্গে দুর্ব্যবহার করছেন। পরে, তারা একযোগে তাকে মারধর করেন। এক ব্যক্তি পরপর কয়েকবার তার গালে চড় মারে এবং অন্যজন ধাক্কা দেয়।

ভিডিওটি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থক জিতেন্দ্র প্রতাপ সিং প্রকাশ করেছেন। এই ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিক ওয়াসিম আকরাম ত্যাগী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘যে কোনো বিদ্বেষী উগ্রপন্থী এখন ট্রেনে মুসলিম দেখলেই তাকে আক্রমণ করার অধিকার মনে করে। এক নারী মিথ্যা অভিযোগ করলেন, আর তারপর একদল লোক বৃদ্ধ মাওলানাকে নির্মমভাবে পেটাল। এটা কখনোই মেনে নেবার মত নয়’

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ এখনো অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি। তবে হামলার ঘটনা এবং মুসলিমবিদ্বেষী বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।মানবাধিকার সংগঠন ও মুসলিম নেতারা এ ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত